কোম্পানীগঞ্জ সংবাদদাতা ;

যুক্তরাষ্ট্রের মেরীল্যাণ্ড প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও সুলতান আনোয়ারা ফাউন্ডেশন এর চেয়ারম্যান খাজা মোহাম্মদ কাজল এর উদ্যোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়।

শনিবার (২৩ এপ্রিল) বসুরহাট পৌরসভা ৩নং ওয়ার্ড এর নিজ বাসভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র,অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন সুলতান-আনোয়ারা ফাউন্ডেশন এর মহাসচিব খাজা নজরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,ফাউন্ডেশনের অন্যতম পরিচালক খাজা কামরুল ইসলাম স্বপন। কোম্পানীগঞ্জ বণিক সমিতি’র সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু।

এসময় খাজা নজরুল ইসলাম বলেন,করোনার প্রাদুর্ভাবে সমাজের খেটে খাওয়া মানুষের অভাব অতিতকে হার মানিয়েছে। অভাবের তাড়নায় মানুষ এখন কষ্টের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে যা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। তাই কষ্টে থাকা প্রতিবেশীদের মুখে হাসি ফুটাতে ৬ শত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

তিনি আরও বলেন,প্রতি বছরের ন্যায় আমাদের ফাউন্ডেশনের ধারাবাহিক সহযোগিতার মধ্যদিয়ে উপজেলার এক ক্যান্সার আক্রান্ত প্রতিবেশীকে ৩০ হাজার টাকা ও যুবদল নেতা ক্যান্সার আক্রান্ত রাজুকে ২০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও অসুস্থ এক রোগীকে নগদ ১০ হাজার টাকা সহ গরীব ও অসহায় কিছু পরিবারের মাঝে নগদ ৪০ হাজার টাকা প্রদান করা হয়।